নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত আলুইপাড়ায় সিদ্ধেশ্বরী কালিমাতা পূজার ঐতিহ্য এবং পরম্পরা আজও অক্ষুন্ন
মলয় দে নদীয়া :-নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শান্তিপুরের আলুইপাড়ায় সিদ্ধেশ্বরী কালিমাতা পূজার ঐতিহ্য এবং পরম্পরা অনুযায়ী সাড়ে তিনশ বছরেরও বেশি সময় ধরে ছাগ বলি হয়ে আসছে আজও।পূজো কমিটি অবশ্য এ বিষয়ে, বিধিনিষেধ আরোপ করলেও, ভক্তবৃন্দ দের বিশ্বাস মানত করা ছাগ নিজেরাই বলি দিয়ে থাকেন মায়ের সামনে। তাদের দাবি, কষাইখানাতে প্রতিদিন হাজার হাজার ছাগ বলি হচ্ছে, সেখানে […]
Continue Reading