ঢাকের চাহিদা কম, গত বছরের তুলনায় কম পারিশ্রমিকেই ভাড়া ধরতে বাধ্য হচ্ছেন ঢাকিরা

মলয় দে, নদীয়া : দুর্গাপুজোর প্রথম কাঠি পড়েছিলো ঢাকে। সারাবছর বাঁশের তৈরি ঝুড়ি, ঝাঁকা চুবড়ি মাছধরা বৃত্তি, পোলো, নানান কিছু বানিয়ে কোনরকমে সংসার চালিয়ে অপেক্ষায় থাকেন দুর্গাপুজো থেকে রাস পর্যন্ত। স্বল্প উপার্জনে সংসারের অনেক গুরুত্বপূর্ণ বড় খরচের জোগান আসে মূলত এই সময়ে ঢাক বাজিয়ে। কিন্তু এবছর করোনা আবহে, দুর্গাপূজার ক্ষেত্রে ভিন জেলা থেকে আসার যাতায়াত […]

Continue Reading