ঝাঁটা হাতে প্রাক্তন শিক্ষিকা ও জেলা পরিষদের সদস্যা লিপি সরকার
অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ: প্রায় চার বছর আগে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের পূর্নগঞ্জ সজল ধারা প্রকল্পে সোলার প্ল্যানেট বসেছিল উদ্দেশ্য ছিল ইলেকট্রিক খরচ বাঁচিয়ে গ্রামবাসীদের আর্সেনিকমুক্ত পরিশোধিত জল বন্টন করা। কিন্তু এই জলে একটুতেই আয়রন জমে যায়। যার ফলে ব্যাকওয়াশ না করলে কোনভাবেই জলকে আয়রন মুক্ত করা যায় না। মানুষ পরিশোধিত জলও পায়না। গ্রামবাসীদের অসুবিধা হয়। এই […]
Continue Reading