পরিবেশ বান্ধব খেজুর পাটিই রোজগারের অন্যতম ভরসা

মলয় দে, নদীয়া :-নদীয়ার শান্তিপুরের আড়বান্দী পঞ্চায়েতের বাঁশডোপ গ্রামের বেশকিছু গৃহবধূর রোজগারের অন্যতম মাধ্যম পরিবেশ বান্ধব খেজুরপাটি ৷ বাঁশডোব গ্রামের জনৈক গৃহবধূ কিনু রাজোয়ার জানায় যে, লক ডাউনে মাঠে তেমন কাজ নেই ৷ স্বামীও মাঠে কাজ করায় তাঁরও একই অবস্থা ৷ ফলে সংসারের খরচ সামলাতে খেজুরপাটি বানাচ্ছেন ৷ শুধু এই গ্রামে নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে […]

Continue Reading