রানাঘাট পৌরসভার উদ্যোগে উড়িয়া রান্নার ঠাকুরেরা পৌঁছালেন ওড়িশার নিজধামে

মলয় দে নদীয়া :- লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ওড়িশা পাড়ি দিলেন রানাঘাটের ১৮ জন হালুইকর।লকডাউনের পর থেকেই বন্ধ সামাজিক অনুষ্ঠান, যার ফলে কর্মহীন হয়ে পড়েছিল রানাঘাটের হালুইকররা। হাতে অর্থ না থাকায় বিচলিত হয়ে পড়েছিলেন রান্নার কাজের কারবারিরা।দীর্ঘদিনের লকডাউনে আরো হতাশায় ভুগছিলেন তাঁরা, স্বভাবিক কারণেই আত্মীয় পরিজনদের জন্য উদ্বেগ হয়ে পরে এই সমস্ত হালুইকররা। […]

Continue Reading