শিক্ষকের উদ্যোগে নৌকো করে ত্রাণ পৌঁছলো দুর্গম এলাকায়

দেবু সিংহ মালদা;২৩ এপ্রিল: স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উদ্যোগে ত্রাণ পৌঁছে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার দুর্গম অঞ্চল উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া , কাওয়াদল, রশিদপুর মিরপাড়া প্রভৃতি অঞ্চলে। এই এলাকায় নৌকোয় করে ত্রাণ নিয়ে পৌঁছে যান এলাকার প্রাথমিক শিক্ষক বুলবুল খান। সঙ্গে ছিলেন স্থানীয় সমাজসেবী আশরাফুল হক, স্বপন যাদব প্রমূখ। এদিন বুলবুল […]

Continue Reading