করোনা মোকাবিলায় মাক্স তৈরির উদ্যোগ
দেবু সিংহ, মালদা : করোনা মোকাবিলায় মাক্স তৈরির উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন। প্রায় ৫০ হাজার মাক্স এবং ২ হাজার লিটার স্যানিটাইজার তৈরীর বরাদ্দ দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্টিকে। বাজারে মাক্স পাওয়া যাচ্ছে না এবং স্যানিটাইজার অমিল। সে কারণেই রাজ্য সরকারের নির্দেশে জেলাশাসক রাজশ্রী মিত্র তদারকি করেন। প্রয়োজন মত মাক্স এবং স্যানিটাইজার তৈরী করবেন স্বনির্ভর গোষ্ঠীর […]
Continue Reading