কাব্যেই বন্দী থাকলেন কবি যতীন্দ্রমোহন সেনগুপ্ত ,১৩৩ তম জন্মদিবসেও স্থাপিত হলো না ফলক
মলয় দে, নদীয়া:- রবীন্দ্র সমসাময়িক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম জয়ন্তী উদযাপিত হলো আজ নদীয়ার শান্তিপুরে ৷ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত নদীয়ার শান্তিপুরের একদা বর্দ্ধিষ্ণু অঞ্চল হরিপুরে জন্ম গ্রহন করেন ৷ বাংলা সাহিত্যের অন্যতম কবি সাহিত্যিক যতীন্দ্রনাথ সেনগুপ্ত একাধারে ইঞ্ছিনীয়ার , সুগায়ক এবং অভিনেতা ছিলেন ৷ রবীন্দ্রনাথের সময়েও রবীন্দ্র প্রভাবমুক্ত যে কয়েকজন বাঙালী কবি ছিলেন তাঁদেরমধ্যে অন্যতম […]
Continue Reading