অঞ্জনা নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো নদীয়ার কৃষ্ণনগরের পরিবেশ কর্মীদের সংগঠন জলঙ্গী নদী সমাজ
সোশ্যাল বার্তা : অঞ্জনা নদী বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের পরিবেশ কর্মীদের সংগঠন জলঙ্গী নদী সমাজ। রবিবার কৃষ্ণনগরের কালেক্টরি মোড় থেকে সাইকেলযাত্রা শুরু হয়ে ১৮ কিলোমিটার দোগাছী গ্রাম পঞ্চায়েতের খাল বোয়ালিয়া হয়ে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে শেষ হয়।পথিমধ্যে বেজিখালী ও শক্তিনগর পাঁচ মাথা মোড়ে নদী বিষয়ে চলে সাধারণ মানুষের মধ্যে চলে প্রচারাভিযান। […]
Continue Reading