সোশ্যাল বার্তা: করোনা সংক্রমণের জেরে বর্তমানে রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মিত যাঁদের রক্ত লাগে থ্যালাসেমিয়া রোগীরাও। তাঁদের পাশে দাঁড়াতে সোমবার চকদিগনগর অঞ্চল রেড ভলেন্টিয়ার্স আয়োজিত রক্তদান শিবির হল।
রক্তদান করেন ৬ জন মহিলা সহ ৩৬ জন।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন রেড ভলান্টিয়ার্স নদীয়ার আহবায়ক সুমিত বিশ্বাস।
ইতিমধ্যে চকদিগনগর অঞ্চল রেড ভলেন্টিয়ার্স অক্সিজেন, ওষুধ, খাদ্য ও মাস্ক বিতরণ সহ করোনা মোকাবিলায় কাজ করে চলেছে। চকদিগনগর অঞ্চলের তাদের সদস্য সংখ্যা প্রায় ৬০ জন। খবর পেলেই হাজির হচ্ছে কুইক রেসপন্স টিম।