চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা কে শ্রদ্ধা জানাতে বৃক্ষ রোপন

Social

পূর্ব মেদিনীপুর: চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা কে শ্রদ্ধা জানাতে বৃক্ষ রোপন করলো পঁচেট জুয়েলস্টার ক্লাব। গত ২১ শে মে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পরিবেশবিদ তথা চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৪ বছর। করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে ভর্তি ছিলেন তিনি। জানা গিয়েছে, কোভিড নিউমোনিয়া হয়।

হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, চিপকো আন্দোলেনের নেতা সুন্দরলাল বহুগুনা করোনা আক্রান্ত হয়ে হৃষিকেশের এইমসে প্রয়াত হয়েছেন। শনিবার সুন্দর লাল বহুগনার প্রয়ানে শ্রদ্ধা জানাতে প্রায় ৫০ টি চারা গাছ লাগালো পঁচেট জুয়েলস্টার ক্লাব। সংস্থার সদস্য রা এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট উপ স্বাস্থ্য সংলগ্ন ও জুয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় চারা গাছ লাগিয়ে গাছ গুলির পরিচর্যার দায়িত্ব নেয়। ১৯২৭ সালে ৯ জানুয়ারি জন্ম হয় সুন্দরলাল বহুগুনার। চিপকো আন্দোলনের প্রাণপুরুষ বলা হয়ে থাকে তাঁকে। বনাঞ্চল রক্ষার জন্য শুরু করেন চিপকো আন্দোলন। পরিবেশের প্রতি তাঁর অবদানের জন্য পদ্ম ভূষণে সম্মানিত করা হয়। পাশাপাশি একাধিক অয়াওয়ার্ড পেয়েছেন তিনি। তেহরি ড্যামে বাঁধ নির্মাণের বিরোধিতা করে ৮৪ দিন অনশন করেছিলেন। বাঁধ নির্মাণের শেষ পর্যায় পর্যন্ত এই অনশন করেছিলেন তিনি। এমনকী তাঁর নিজের বাড়িও তেহারি ড্যামে ডুবে যায়। এই আন্দোলন করতে গিয়ে তাঁকে জেল পর্যন্ত খাটতে হয়। হিমালয়ের কোলে হোটেল বিল্ডিং এবং বিলাসবহুল পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিরোধিতা করেও আন্দোলনে সোচ্চার হয়েছিলেন। পরিবেশ প্রেমি সুন্দরলাল বহুগুনার প্রয়ানে শ্রদ্ধা জানাতে বৃক্ষ রোপন কর্মসূচী সম্পর্কে পঁচেট জুয়েলস্টার ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানায়, ভারতের পরিবেশ যোদ্ধা তথা চিপকো আন্দোলনে র নেতা সুন্দর লাল বহুগনা গত পরশু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে পাড়ি দিয়েছেন। কিন্তু তাঁর পরিবেশ রক্ষার লড়াই যুব সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে আমরা আজকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলাম।

Leave a Reply