হতাশ মিষ্টান্ন ব্যবসায়ীরা ! দোকান খোলা কিন্তু খরিদ্দার নেই!

Social

মলয় দে নদীয়া :-সারা দেশে চলছে করোনা সংক্রমণ। ফলে পশ্চিমবঙ্গেও জারি রয়েছে আংশিক লকডাউন। অন্যদিকে দুপুরবেলা প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষ ঘরের বাইরে তেমন বেরোতে পারছে না। তার ওপর পুলিশের নজরদারি। যার ফলে মিষ্টির দোকান ধুঁকছে ক্রেতার অভাবে। ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে প্রচুর মিষ্টি।

লকডাউনের সময় সাধারণ মানুষ সকালে বেরিয়ে নিত্যপ্রয়োজনীয় বাজারের পর আর দুপুরে মিষ্টি কেনার জন্য আর কেউ বের হচ্ছেন না।মিষ্টান্ন ব্যবসায়ীদের মত অনুযায়ী মিষ্টি দোকানে ক্রেতা আসে সকালে আর সন্ধ্যায়। ফলে দুপুরে দোকান খোলা রেখে কোন লাভ হচ্ছে না। যার ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে মিষ্টান্ন ব্যবসায়ী থেকে শুরু করে দুগ্ধ ব্যবসায়ীরা।তাঁদের একটাই আবেদন রাজ্য সরকার যদি মিষ্টির দোকান খোলা রাখার সময় একটু বদলায় তাহলে তাঁরা উপকৃত হবেন।

Leave a Reply