মলয় দে, নদীয়া : নদীয়া জেলার শান্তিপুরের সামাজিক সংস্থা শান্তিপুর ইচ্ছের পক্ষ থেকে শহরের সমস্ত দুঃস্থ ও করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
প্রথমত , শহরের সর্বত্র এখনো যারা মুখে মাস্ক বিহীন ভাবে পথে ঘাটে চলাচল করছেন তাদেরকে মাস্ক প্রদান ও বিশেষ সচেতনতার বার্তা প্রদান ।
দ্বিতীয়ত, করোনা কালে কাজ হারানো ও অসহায় দুঃস্থ পরিবারগুলিকে শুকনো বা রান্না করা খাবার পৌঁছে দেওয়া ।
তৃতীয়ত, শুধু খাবার নয় , প্রয়োজনে অসুস্থ মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে ঔষধ পত্র।
চতুর্থত, এমনকি গভীর রাতেও পরিবারের কেউ অসুস্থ হলে , ওই অসুস্থ ব্যাক্তির বাড়িতে দেখাশোনার মতো কোনো সাবালক মানুষ না থাকলে , এমত পরিস্থিতিতে শান্তিপুর ইচ্ছে পরিবারের সদস্যদের খবর দিলে ততক্ষনাত ওই ব্যাক্তির চিকিৎসার সুবন্দোবস্ত করবে ইচ্ছে পরিবার ।
উক্ত পরিষেবা গুলি পাবার জন্য ফোন করতে হবে 7001503144 এই নাম্বারে । শুধুমাত্রই সমাজ ও পরিবেশকে ভালোবেসে চলবে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড, এখানে থাকবে না কারোর ব্যক্তিস্বার্থ, এবং উক্ত কর্মে নিয়োজিত সামাজিক কর্মীদেরকে কারোর ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি চলবে না — এমনটাই আমাদের সংবাদ মাধ্যম কে জানালেন শান্তিপুর ইচ্ছে পরিবারের কর্মকর্তা পলসন ঘোষ ।