মলয় দে নদীয়া :-গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি মোটর বাইক, তিনটি সাইকেল, প্রায় ৩৫ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকার ব্যবসায়ীক মালপত্র এবং মূল্যবান আসবাবপত্র। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের। ওই গ্রামের বাসিন্দা প্রাক্তন উপপ্রধান প্রবীর পালের বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত্রি বারোটা নাগাদ হঠাৎই পাশের ঘরে দাও দাও করে আগুন জ্বলে উঠতে লক্ষ্য করে পরিবারের সদস্যরা। এর পরেই পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা পরিবারের অন্যান্য সদস্যদের ঘর থেকে বের করে নিয়ে আসা হয়। তারা উঠে দেখেন গোটা রান্নাঘর সহ পাশের বসত অপর একটি ঘরের সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় একঘন্টা পরে এসে পৌঁছায় দমকল বাহিনী। ততক্ষণে অবশ্য সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি ঘরে, রাখা ব্যবসায়ীক উপাদান , প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকার নোটও ।হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে টালির চালা! মধ্যে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানায় পুলিশ। কিন্তু কিভাবে এই আগুন লাগল তা এখনও পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে নাকি এর পেছনে অন্য কোন কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
