মলয় দে, নদীয়া :- ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব । তাঁর মতন ফুটবলার একক কৃতিত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তিনি যখন যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবকে সাফল্যের চূড়াতে পৌঁছে দিয়েছেন। তাঁর মতন ফুটবলার দেশের জন্য হোক কিংবা ক্লাবের সব সময় সেরা কিছু করে দিয়েছেন। তাই বিশ্ব ফুটবলে তাঁর যেমন ফ্যানের সংখ্যা ঈর্ষা যোগ্য তেমন তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সারা বিশ্বে ।তার মৃত্যু তাই অনেকের মনে যেমন কষ্ট দিয়েছে, তেমনি অনেকে ভেঙ্গে পড়েছেন।
এমনই নদীয়ার রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ বয়স ৬২ পেশায় ব্যবসায়ী। তাঁর সৃষ্টিতে ধরা পড়লো একটি ডালের ওপর মারাদোনার ছবি। ৫টি রাতের চেষ্টায় তিনি মারাদোনার ছবি এঁকেছেন। তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য। শিল্পীর এই কাজের প্রশংসা করেছেন নদীয়াবাসি।