রাজু পাত্র : পূর্ব বর্ধমান জেলার উত্তর শ্রীরামপুরের একঝাঁক উদ্যোমী তরুণ যুবকের হাত ধরে এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রচেষ্টা”। করোনা আবহে প্রথম থেকেই মানুষের পাশে বিভিন্ন জনসেবামূলক কাজ করে মানবিকতার নজির গড়েছে এই সংগঠনটি।প্রচারের আলোতে না এসে সারাবছর ধরেই ধারাবাহিক ভাবে সমাজের জন্য কাজ করে চলেছে এই সংগঠনটি।
করোনার প্রকোপর রাজ্যের অধিকাংশ ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য । মুমূর্ষ রোগীর সোমবার প্রচেষ্টা টিম উত্তর শ্রীরামপুর মোড়ের অমিয় হলে আয়োজন করেছিলো এক রক্তদান শিবিরের।
এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে রক্তদান করেন ১০০ জন। আজ ছিলো প্রচেষ্টার দ্বিতীয় বছর। রক্তদানের শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রচেষ্টার টিমের সদস্য মাত্র ৯ মাস আগে ছত্তিসগড়ের নাতাইনপুর জেলার দাউদাই থানা এলাকার কাদেনার ক্যাম্পে, সহকর্মী’র গুলিতে নিহত পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকের উত্তর শ্রীরামপুরের আইটিবিপির কনস্টেবল ‘সুরজিৎ সরকারে’র প্রতি। উপস্থিত ছিলেন সুরজিৎ সরকারের পিতা পীযূষ সরকার।।উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ।
রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে,সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত হল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রক্তদান শেষে রক্তদাতাদের সম্মান জানাতে রক্তদাতাদের হাতে একটি করে ব্যাগ,জলের বোতল, ঝাউ,এলোবেরা গাছের চারা, স্যানিটাইজার তুলে দেওয়া হয় প্রচেষ্টার পক্ষ থেকে।
সারাবছর বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিযুক্ত রেখে ভবিষ্যতে আরও নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।