মাত্র দু দিন বাকি বিশ্বকর্মা পুজোর, হাল ফেরেনি মৃৎশিল্পীদের

Social

মলয় দে নদীয়া:-আর তিনদিন পর শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো. দিনে দিনে কলকারখানার অবস্থা খুবই শোচনীয় তারপর করোনা সংক্রমণ লক ডাউনে পরিস্থিতি একবারে খারাপ গত বছর ও বিশ্ব কর্মা পুজো যে ভাবে হয়েছিল এই বছর তা ছিটেফোঁটাও নেই মৃৎ শিল্পীরা সমস্যায় নেই প্রতিমা বায়না যাও বা হয়েছে গত বছরের থেকে দাম অনেক কম নিতে হচ্ছে একেই পুজোর সংখ্যা কমেছে তারপর করোনা সংক্রমণে জন্য অনেক ক্ষতি হয়েছে ফলে পুজোর প্রতি সেভাবে মানুষের আগ্রহ হারিয়ে এক সাথে একটি প্রতিমাতেই অনেকে মিলে পুজো সারছেন ফলে সমস্যায় জর্জরিত মৃৎ শিল্পীরা।

Leave a Reply