হারিয়ে যাওয়া ধানের পরীক্ষামূলক চাষ ও গবেষণা কেন্দ্র

Social

রমিত সরকার: হারিয়ে যাওয়া ধানের প্রজাতি গুলিকে পুনরায় সংরক্ষণ করে কৃষকদের হাতে তুলে দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

রায়গঞ্জের হাতিয়ায় প্রায় আড়াই’বিঘা জমির উপর গড়ে উঠেছে সংস্থার গবেষণাগার। এই জমিতে দেশের বিভিন্ন প্রান্তের হারিয়ে যাওয়া ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে।  সূত্রের খবর অনুযায়ী আপাতত চারশো কুড়ি রকম প্রজাতির ধানের পরীক্ষামূলক চাষ হচ্ছে । এছাড়াও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হারিয়ে যাওয়া ধানের সংরক্ষণ, আবহাওয়া ভিত্তিক ধান চাষের সুফল চাষিদের মধ্যে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ নেওয়া ।

উল্লেখ্য প্রায় দশ’বছর ধরে বিভিন্ন রাজ্যের হারিয়ে যাওয়া ধান সংরক্ষণের কাজ করে চলছে। সংস্থা সূত্রে আরো জানা গিয়েছে ইতিমধ্যে পারিজাত, মাগুর সাল, জয়প্রকাশ, বহুরূপী, কেরালা সুন্দরী, রাধা তিলক প্রজাতির ধান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Leave a Reply