২০২৩-২৪ সালের সেরা রেড রিবন স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন বঙ্গবাসী কলেজের ছাত্র শাহরিয়ার মাসুদ

Social

সোশ্যাল বার্তা: জাতীয় যুব দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি (WBSAP&CS) স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করার মাধ্যমে কলকাতার স্বাস্থ্য ভবনে রেড রিবন পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে বঙ্গবাসী মর্নিং কলেজের সক্রিয় জাতীয় সেবা প্রকল্পের (NSS) স্বেচ্ছাসেবক শাহরিয়ার মাসুদ অনবদ্য কাজের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ২০২৩-২৪ সালের সেরা রেড রিবন স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়েছেন। সাধারণ মানুষের মধ্যে এইডস নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই পুরস্কার বলে জানা গেছে।

পুরস্কার প্রাপক শাহরিয়র মাসুদ জানায় মানুষের জন্য সমাজের জন্য আমাদের কাজ করে যেতে হবে। এই পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত। সমস্ত কৃতিত্ব আমার ম্যাম ডাঃ তুলিকা চক্রবর্তীকে যিনি আমাকে গাইড করেছেন এবং আমাকে এই পুরস্কারের জন্য তৈরি করেছেন। আমি আমার NSS পরিবারের কাছেও কৃতজ্ঞ আমার প্রতি তাদের সমর্থনের জন্য। এই পুরস্কার ভবিষ্যতে আমাকে আরো কাজ করার উৎসাহ জোগাবে।

বঙ্গবাসী মর্নিং কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড:তুলিকা চক্রবর্তী জানান কলেজে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট রয়েছে। যার মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করতে প্রতি বছর নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এইডস বিষয়ক বিভিন্ন কর্মশালা উদযাপন, খেলাধুলা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে এইচআইভি ও এইডস নিয়ে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাবে আমাদের ইউনিট। ড.‌তুলিকা চক্রবর্তী র‌ কথনে: আমরা‌‌ এখনো আমাদের সমাজ থেকে এইডস কে‌ পরিপূর্ণ ভাবে নিঃশেষ করতে ‌পারিনি। এর জন্য ‌সবচেয়ে‌ বেশি যেটি‌ ‌‌ প্রয়োজন তা‌ হল‌‌ জনসচেতনতা বৃদ্ধি এবং এর জন্য যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। আশা করি একদিন আমারা আমাদের দেশ তথা বিশ্বকে এইডস শূন্য বিশ্বে‌ পরিনত করতে ‌পারব।

Leave a Reply