দেবু সিংহ : বেসরকারিকরণ ঘোষণা করার চক্রান্ত সহ মোট পাঁচ দফা দাবি-দাওয়া নিয়ে শুক্রবার এবং শনিবার দুই দিনের সাধারণ ধর্মঘটে সামিল গোটা রাজ্যের পাশাপাশি মালদাও।
এদিন মালদা শহরের ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়ের সামনে এই মর্মে বিক্ষোভ প্রদর্শন করেন ইউনাইটেড ফোরাম অব ইউনিয়ন ব্যাংক
উইনিয়নের কর্মীরা। মূলত এই দাবীকে সামনে রেখে প্রায় একঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখেন তারা। জানা গেছে এ ধর্মঘটের এটিএম পরিষেবাও বন্ধ থাকবে। ফলে মাসের শেষ এবং শুরুতে সমস্যায় পড়েছেন চাকরিজীবীরা। উল্লেখ্য এদিন সকাল থেকেই মালদা শহরের একাধিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম বন্ধ ছিল। আগামীকালও থাকবে বলে জানান ব্যাংকের এক আধিকারিক।