অশোকনগর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিন উপলক্ষ্যে শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার হিসাবে তুলে দিল অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ফটোতে মাল্যদানের মধ্য দিয়ে যথাযথ ভাবে সম্মান জানিয়ে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে গুরুত্বের বিষয় তুলে ধরেন সংস্থার সম্পাদক শিক্ষক রবীন্দ্র সর্দার অভিভাবক এবং পড়ুয়াদের সামনে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলয় মল্লিক,শুভ্র কর,বিকি হরিজন,উজ্জ্বল বিশ্বাস, মৌমিতা ঘোষ সংস্থার সদস্য ও সদস্যারা।অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন সংস্থার তরফে দেবাশীষ মজুমদার।