দেবু সিংহ, মালদা:রাস্তা পারাপার করার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা এক মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে মালদহের পুকুরিয়া থানার এক বড়না বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আশঙ্কা জনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয়রা তড়িঘড়ি করে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। আশঙ্কা জনক অবস্থায় তার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা যায় আহত পথচালকের নাম শম্ভু মন্ডল(৩৫) জানা গিয়েছে এদিন রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি মোটর বাইকের ধাক্কায় আহত হয় ওই পথচারী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছাড়ায় এলাকা জুড়ে।