মলয় দে নদীয়া:- অন্নপূর্ণা পূজোর প্রাক্কালে নবদ্বীপের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে নতুন বস্ত্র বিতরন করা হলো। এদিন সকাল দশটা নাগাদ নবদ্বীপ বাস স্ট্যান্ড, রেলওয়ে রিক্রিয়েশন ময়দান, দেয়ারাপাড়া ঘাট এসমস্ত বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৩০০ জন নরনারীদের মধ্যে নতুন বস্ত্র প্রদান ও অন্নপ্রসাদ বিতরণ করা হলো।
এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ দুঃস্থ নরনারীদের হাতে নতুন বস্ত্র ও খাবার তুলে দিলেন ।
রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা এই অন্নপূর্ণা পূজোর প্রাক্কালে অসহায় দুঃস্থ নরনারীদের মধ্যে বস্ত্র বিতরণ ও অন্নপ্রসাদ বিতরণ করলাম। আজ আমরা প্রায় ৩০০ জন নরনারীদের মধ্যে নতুন বস্ত্র ও অন্নপ্রসাদ বিতরণ করলাম।