দেবু সিংহ,মালদা: মুমূর্ষ রোগীদের যে কোনো সময় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ভাড়া ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে মালদা জেলা অ্যাম্বুলেন্স ইউনিয়ন । যদিও এ সমস্যা এখনো ব্লক স্তরে রয়ে গিয়েছে বলে অধিকাংশ রোগীর পরিবারের অভিযোগ। যদিও এব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই নির্ধারিত ভাড়া যাতে রোগীদের কাছ থেকে নেওয়া হয় তা নিয়ে বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স ইউনিয়ন গুলির সঙ্গে কথা বলেছিল। সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল অ্যাম্বুলেন্স ইউনিয়ন কর্তৃপক্ষ তাদের গাড়ির ন্যায্যভারার রেট চার্ট টাঙিয়ে রোগীর পরিবারদেরকে বিভ্রান্তির হাত থেকে রেহাই দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে।উল্লেখ্য, মালদা থেকে বিভিন্ন প্রান্তের হাসপাতালে রোগী পরিষেবার জন্য নির্দিষ্ট অ্যাম্বুলেন্স ভাড়া রয়েছে। ধার্য করা ভাড়াতেই রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়ে থাকে। মালদায় রয়েছে অ্যাম্বুলেন্স চালকদের সংগঠন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে মিলে অ্যাম্বুলেন্স সার্ভিস। সেখানেই রয়েছে ভাড়ার তালিকা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের মূলত রেফার করা হয় কলকাতায়। এমনি অনেকেই মুহুর্ষ রোগীদের ভালো চিকিৎসার জন্য কলকাতা, দূর্গাপুর ও শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে ভাড়ার তালিকা তৈরি রয়েছে।