নবদ্বীপ শান্তিপুর সহ বেশ কিছু এলাকায় সেচ মন্ত্রীর গঙ্গাভাঙ্গন পর্যবেক্ষণ

Social

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের ইদ্রাক পুর বাঁধ পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। মড়ি গঙ্গার উপর অবস্থিত মটি দিয়ে তৈরি অস্থায়ী কাঁচা বাঁধটি নবদ্বীপের সাথে ইদ্রাক পুর গ্রামে বসবাসকারী বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের দাবি মেনে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এর আগে মাটি দিয়ে তৈরি করা হয় বাঁধটি।

এবার মৎস্যজীবীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও শীতকালে ওই এলাকায় বহু পরিযায়ী পাখির আনাগোনা হয়, মূলত তারই পরীক্ষার্থীতে ওই এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে পর্যটন শিল্প গড়ে তোলার পরিকল্পনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকা পরিদর্শনে এইদিন আসলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ। মন্ত্রী ছাড়াও এদিন পরিদর্শনে আসেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি সহ উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা। যত তাড়াতাড়ি সম্ভব বাঁধটি স্থায়ীভাবে তৈরি করা ছাড়াও ওই এলাকায় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে রাজ্য সরকার বলে এই দিন জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এর পরেই শান্তিপুর, নৃসিংহপুর, স্টিমার ঘাট গবার চর সহ বেশ কিছু এলাকা পরিদর্শন করবেন তিনি।

Leave a Reply