দেবু সিংহ,মালদা-পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষে আহত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কার জনক অবস্থায় চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার চাপাইগঞ্জ এলাকায়। আহতরা হলেন শফিকুল ইসলাম বয়স(২৩) বছর। রফিকুল ইসলাম বয়স(২০) বছর ও বুদ্ধু শেখ বয়স (২৩) বছর। প্রত্যেকেরই বাড়ি চাপাইগঞ্জ এলাকায়। অভিযুক্তরা হলেন সাজু শেখ, খলিজুল শেখ, এনামুল শেখ সহ ৮ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় চাঁপাইগঞ্জ এলাকায় আজ সকালে একটি পুকুরে মাছ ধরছিলেন গ্রামের প্রায় প্রত্যেককেই। সেই মাছ ধরা কে কেন্দ্র করেই শুরু হয় গন্ডগোল। আর গন্ডগোল কে কেন্দ্র করে অভিযুক্তরা মারধর শুরু করে শফিকুল, রফিকুল, বুদ্ধি,সহ মোট পাঁচ জন কে।
আহতদের দাবি অভিযুক্তরা তাদের মাছ ধরতে বাধা দেয় আর তার জেরেই শুরু হয় গন্ডগোল আর এই গন্ডগোল কে কেন্দ্র করে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহতদেরকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তিনজনকে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আহত তিন জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মালদা মেডিকেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুকুরিয়া থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু পুকুরে মাছ ধরা কে নিয়ে গন্ডগোল না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।