নদীয়ার শান্তিপুরে রিয়েল ফ্রেন্ড বসালো চাঁদের হাট

Social

মলয় দে নদীয়া:- পড়াশোনা শেষ করে, শান্তিপুরের বিভিন্ন বেকার যুবকের ২০১৬ সালে ৩০ জন সদস্য নিয়ে গড়ে তোলা রিয়েল ফ্রেন্ড। পরবর্তীতে ছোটখাটো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হলেও বন্ধুত্বে ঘাটতি পড়েনি এতোটুকু! নিয়মিত এক জায়গায় বসার চা খাওয়া চলে নিত্য নৈমিত্তিক, তারই মাঝে নতুন কিছু করার উদ্যোগ।

মিলন মেলা নামে এই জানুয়ারি মাসে ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত এক অভূতপূর্ব বিভিন্ন তারকাদের এক মঞ্চে হাজির করে বিগত বছরগুলোর মতো নজির সৃষ্টি করলো শান্তিপুরে। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য উদ্বোধন করেন এই অনুষ্ঠানের। টলিউড শিল্পী সুদীপ্তা ব্যানার্জি, ইরাবতীর চুপ কথা র অভিনেত্রী মনামী ঘোষ, টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, টলিউড অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, প্রীতম কুমার (প্লেব্যাক সিঙ্গার), রং তুলি (ইউটিউব চ্যানেল) সহ টিভি সিরিয়াল, সিনেমা জগতের নানা কলাকুশলী।

প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার মানুষের সমাগম হচ্ছে এই প্রবল শীতকে হার মানিয়ে। সভাপতি তাজু শেখ সম্পাদক অমিত চন্দ্র চন্দ্র র বক্তব্য অনুযায়ী, “কলকাতাসহ শহরতলী এলাকাগুলিতে এধরনের অনুষ্ঠান দেখা গেলেও, আমোদপ্রিয় শান্তিপুর এ ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকত উদ্যোগের অভাবে।

রিয়েল ফ্রেন্ড এর সাহসী পদক্ষেপে এটা সম্ভব হয়েছে। হয়তো উদ্যোগী হয়েছি আমরা, কিন্তু অনুষ্ঠান সকল শান্তিপুরবাসির–এটা বোঝাতে সক্ষম হয়েছি বলেই, প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব বারোয়ারি, আপামর শান্তিপুরবাসি নিজেরাই প্রচার, পরিকল্পনা, তদারকির যাবতীয় দায়-দায়িত্ব নিয়েছে বলেই এত বড় বাজেটের অনুষ্ঠান মাত্র ১০ টাকার টিকিটে সম্ভব হয়েছে।”

মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম খাবার স্টল, বাচ্চাদের রাইডিং, গৃহস্থালির টুকিটাকি, সহ মেলার সমস্ত রকম দোকান বিগত বছর গুলিতে ভালো বিক্রি হওয়ায়, এ বছরেও হাজির হয়েছেন তারা।

Leave a Reply