কাশ্মীরে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের ! মালদহের বাড়িতে এলো দেহ

Social

দেবি সিংহ,চাঁচল: ফের কাশ্মীরে কাজে গিয়ে মৃত্যু মালদহের এক শ্রমিকের। রাজ্য সরকারের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে কফিন বন্দী দেহ ফিরলো বাড়িতে। ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিম বক্সি।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই শ্রমিকের নাম আব্দুল হালিম (৫০) । মালদহের চাঁচল ২ ব্লকের জালালপুর পঞ্চায়েতের মাকরসু গ্রামে বাড়ি। পরিবারের এক মাত্র উপার্জনকারি ছিলেন আব্দুল। তার স্ত্রী সহ পাঁচটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে।

মাস খানেক আগেই বাড়তি উপার্জনের আশায় পারি দিয়েছিলেন সুদূর কাশ্মীরে । সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সোমবার কাজ থেকে ফেরার পর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ফোন মারফৎ খবর পায় পরিবারের সদস্যরা। বাড়ি দেহ ফেরানো নিয়ে উদ্বেগ শুরু হয় পরিবারের সদস্যদের মধ্যে। খবর যায় এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সির কাছে।রহিম বক্সির রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি জানালে। রাজ্য সরকারের উদ্যোগে কাশ্মীর থেকে বিশেষ বিমানে করে ওই মৃত শ্রমিকের দেহ ফেরানোর বন্দোবস্ত করেন। এদিন সকালে দেহ গ্রামের বাড়িতে ফিরতেই হাজির হন বিধায়ক। সামিল হন মৃত শ্রমিকের জানাজায় । পরে পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আস্বাস দেন।

Leave a Reply