সোশ্যাল বার্তা : করোনা আবহে সবথেকে বেশি সমস্যায় শিশু প্রজন্ম।তাদের মানসিক সমস্যা প্রবল।বছর দূই ধরে বিদ্যালয়ে তারা যেতে পারছে না।আবার ইচ্ছেমত মন খুলে ও খেলাধুলা করতে পারছে না। বরং তাদের অভ্যস্ত হয়ে পড়েছে মাস্ক ও স্যানিটাইজার এর সাথে।এইরকম এক পরিস্থিতিতে আশ্রাফাবাদ বৈশাখী উৎসব কমিটি নামক সেচ্ছাসেবী সংস্থা শিশুদের জীবনে এবং মনে স্বচ্ছন্দ ফিরিয়ে আনতে। শিশুদের মধ্যে অঙ্কন সামগ্রী উপহার হিসাবে তুলে দিল।
সুজয়,রবীন,বিক্রম এবং শুভ্র এর মত সমাজের যুব সমাজের প্রতিনিধিরা যেভাবে কাজ করে চলেছে।তাতে সামগ্রিক ভাবে এলাকার মানুষেরা তাদেরকে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।