সামনেই বড়দিন ! বেকারীতে চলছে কেক বানানোর ধুম 

Social

মলয় দে নদীয়া:- হাতে মাত্র আর কয়েকটা দিন! সারা পৃথিবীতে নেবে আসবে খুশির বন্যা। প্রভু যীশুর শান্তির বার্তা পৌঁছাবে বাংলাতেও।

বিভিন্ন জেলার মতন নদীয়া জেলাতেও সাজো সাজো রব। ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ এবং তার উপহারের ডালির পসরা সাজিয়ে বসেছেন শহরের বিভিন্ন দোকান। জীবন্ত সান্তাক্লজদের মিলেছে ভাড়া। কেকের বেকারি গুলোতেও চলছে জোড় কদমে কদমে প্রস্তুতি। সেকেলে বেকারিগুলি আধুনিকতার নামিদামি কোম্পানির উন্নত প্রযুক্তির কাছে মন্দা ব্যবসা নিয়েই আশায় দিন গোনে এই দুই মাসের অপেক্ষায়।

তবে কেকের এর প্রচলন আগের থেকে অনেকটাই বেড়েছে বলে অভিমত বেকারি মালিকদের। কম দামে কেক নিতে এখনো নির্ভরশীল এই ধরনের বেকারিগুলি।নদীয়ার কৃষ্ণনগর ,শান্তিপুর সহ একাধিক জায়গার বেকারিগুলোতে পুরোদমে চলছে কেক বানানোর কাজ।কৃষ্ণনগরের শহরের একজন বেকারির মালিক জানান ১৭ তারিখ থেকে বড়দিন উপলক্ষ্যে কেক বানানো শুরু হয়েছে।তিনি আশা করছেন গতবছরের তুলনায় এই বছরে কেক বেশি বিক্রি হবে।তাই জোগান একটু বেশী করে করছেন।

Leave a Reply