মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার রবীন্দ্র মোড়ে রবি ঠাকুরের ৬ ফিট উচ্চতা বিশিষ্ঠ পূর্ণবয়ব মূর্তিটি স্থাপন

Social

দেবু সিংহ,বামনগোলা:দীর্ঘ প্রতীক্ষার অবসান আবক্ষ মূর্তির পরিবর্তে স্থাপন হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তি। এদিন একটি সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই মূর্তিটি স্থাপন করা হয়। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার রবীন্দ্র মোড়ে রবি ঠাকুরের ৬ ফিট উচ্চতা বিশিষ্ঠ পূর্ণবয়ব মূর্তিটি স্থাপন করেন জেলা পুলিশ প্রশাসনের ডিএসপি ডিএনটি আজারুদ্দিন খাঁন।

জানা যায়, ওই এলাকার বই মেলা কমিটির উদ্যোগে মূর্তিটি স্থাপন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ওই এলাকায় একটি রবি ঠাকুরের আবক্ষ মূর্তি ছিলো। ওই মূর্তিটি আকারে ছোট এবং রাস্তার এক কোনো থাকার কারণে বই মেলা কমিটি উদ্যোগ নেন একটি পূর্ণবয়ব মূর্তি স্থাপনের। সেই পরিপেক্ষিতে এদিন ওই স্থানে রবি ঠাকুরের পূর্নবয়ব মূর্তিটি স্থাপন করা হয়। এদিন মূর্তি স্থাপনে উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএনটি ডিএসপি আজারুদ্দিন খান ছাড়াও বামনগোলা ব্লকের ভিডিও রাজু কুন্ডু , বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী সহ এলাকার বিশিষ্টজনেরা।

Leave a Reply