মলয় দে, নদীয়া:- দীর্ঘদিন ধরে নদীয়ার রানাঘাট পঞ্চায়েত সমিতির রামনগর দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হবিবপুর খ্রিস্টানপাড়া লেভেল ক্রসিং রেলগেট ট্রেন চলে যাওয়ার আগে এবং পরে গেট উঠে সড়কপথে যানচলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায় আর এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ। ওই লেভেল ক্রসিং সংলগ্ন হবিবপুর থেকে বীরনগর তাহেরপুর যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিচের রাস্তাটি দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণে খোয়া বেরিয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছিল যা রেল কর্তৃপক্ষ কে মৌখিক ভাবে হলেও কাজ হচ্ছিল না বলে দাবী এলাকাবাসীর। গত দুদিন আগে ওই এলাকায় অচিন্ত্য বিশ্বাস এবং অপর দুই যাত্রী গুরুতর জখম হন রাস্তা খারাপের কারনে, এরপরেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের অবশেষে আজ সকাল আটটা থেকে রেললাইনের ওপর বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভের জেরে একদিকে যেমন সড়ক পথ অবরুদ্ধ হয় তেমনি রেলপথও।
৮:৪৫ এ ডাউন শান্তিপুর ছেড়ে এসে বিক্ষোভ এর মধ্যে পড়ে। রেল সূত্রে জানা যায় ৮.৫০ থেকে ৯.৫৮ পর্যন্ত থমকে যায় যাত্রী সহ গোটা ট্রেন।. একদিকে যেমন রানাঘাট আরপিএফ এবং রেল অধিকর্তা ঘটনাস্থলে পৌঁছায়, অন্যদিকে রানাঘাট থানার পুলিশ ও পৌঁছায় ঘটনাস্থলে.।
বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও তাদের দাবি এখনই শুরু করতে হবে কাজ, বিক্ষোভের তীব্রতা দেখে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তড়িঘড়ি শুরু হয় খোয়ার উপর মাটি ফেলা, এলাকাবাসী কিছুটা আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে সরে আসলেও কাজের ধারাবাহিকতা বজায় না থাকলে আবারো বড়োসড়ো বিক্ষোভের হুমকি দিয়েছেন।