রমিত সরকার, নদীয়া: করোনাকালীন পরিস্থিতিতে মুমূর্ষু ব্যক্তিদের জন্য রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ওয়ার্ড কর্মীরা। ওয়ার্ড কর্মীদের পরিচালনায় সংঘটিত হল রক্তদান শিবির। এছাড়াও কোভিড জয়ীদের সংবর্ধনার আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে।
বৃহস্পতিবার কৃষ্ণনগরের নতুনপল্লী উদ্যানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে রক্তদান করেন ৮৪ জন হৃদয় ব্যক্তি ।
উল্লেখ্য অতিমারীর সময়ে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাসকে দেখা যায় অক্সিজেনের সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিতে এবং এলাকার বাসিন্দাদের পাশে থাকতে।
বিকালে কোভিড জয়ীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসক অসীম সাহা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সিধু।
ওয়ার্ডের একজন বাসিন্দা জানান ” করোনাকালীন পরিস্থিতিতে প্রাক্তন কাউন্সিলর যেভাবে ওয়ার্ডের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই অকল্পনীয়” ।