ইচ্ছেডানা পরিবার প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের মানুষের পাশে

Social

রমিত সরকার: একদিকে করোনা সংক্রমণ অপরদিকে ইয়াশ ঝড় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। এবার তাদের সহযোগীতায় এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা।

উত্তর ২৪পরগনার শ্যামনগরের ইচ্ছেডানা পরিবারের পক্ষ থেকে এই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে বিগত ১০ দিন ধরে তারা দেউলবাড়ি অঞ্চলের দেবীপুর গ্রাম, ঢালী পাড়া ও শিকারী পাড়ার কমিউনিটি কিচেনের জন্যে খাবার  বিশেষ করে চাল,ডাল, তেল,নুন,সয়াবিন, আলু পেঁয়াজ,আদা, মশলা  এবং প্রত্যেক গ্রামবাসীর হাতে শুকনো খাবার মুড়ি, চিড়ে, বিস্কুটের প্যাকেট, প্রাথমিক ওষুধ, ORS ,চানাচুর ,মশা মারার ধূপ, সাবান, স্যানিটাইজার  তুলে দেয়।

Leave a Reply