মাটির বাড়ির ঘরের ভেতর থেকে বিষধর ৪ টি গোখরো সাপ উদ্ধার
দেবু সিংহ , মালদা : হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বারিয়াল গ্রামে একটি মাটির বাড়ি ঘরের ভেতর থেকে বিষধর ৪ টি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকার। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা কালা দাস কাছ থেকে খবর পেয়ে ওই সাপ গুলো উদ্ধার করেন বঙ্কিম। তিনি জানিয়েছেন, আজই তিনি এই সাপটিকে কোনও ঘন জঙ্গলে ছেড়ে দেবেন। […]
Continue Reading