নদীয়ার বগুলা দু নম্বর পঞ্চায়েতের সদস্যার স্বামী গুলিবিদ্ধ,স্থানান্তরিত কলকাতায়
মলয় দে নদীয়া:- তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামীকে বাড়ি ফেরার পথে গুলি চালিয়ে খুনের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার বগুলা মুড়োগাছা দরগাতলা পাড়ায়। ওই এলাকার একটি প্রাথমিক স্কুলের কাছে সহদেব মন্ডল নামেও একজনকে বগুলা বাজার থেকে ফেরার পথে দুষ্কৃতীরা পেছন থেকে গুলি চালায়। সহদেব মন্ডল এর কাধের কাছে গুলি লাগে। […]
Continue Reading