পুরাতন মালদা ব্লকের বিভিন্ন প্রান্তের চাষি ও ভূমিহীনদের পাট্টা জমি বিতরণ কর্মসূচী

দেবু সিংহ,মালদা: পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে পুরাতন মালদা ব্লকের বিভিন্ন প্রান্তের চাষি ও ভূমিহীনদের পাট্টা জমি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হলো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার আধিকারিক কৈলাস সরকার, ভূমি কর্মধক্ষ রাবিয়া বিবি, ডেপুটি ডি.এল.আর.ও-১ প্রেমবা শেরপা, এস.ডি.এল.আর.ও জীবনকৃষ্ণ সরকার, পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃনালিনি মন্ডল মাইতি সহ অন্যান্য […]

Continue Reading