মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি

দেবু সিংহ,মালদা: মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটের মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি।নদীর তীরে খেলার সময় কয়েকজন শিশু উদ্ধার করে ওই মুহূর্তে গুলি। স্থানীয়রা জানিয়েছেন, একটি দুর্গা মূর্তি এবং অপরটি ভৈরব মূর্তি। খবর পেয়ে মূর্তি দুটি উদ্ধার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় পুলিশ। একসময় বাংলা-বিহার-উরিষ্যার রাজধানী ছিল মালদা জেলার গৌড়। এর আগেও […]

Continue Reading