আমের মরশুমে লোকসানের মুখে মিষ্টি বিক্রেতারা

দেবু সিংহ,মালদা: আমের মরশুমে লোকসানের মুখে মিষ্টি বিক্রেতারা। একেবারে তলানিতে ঠেকেছে মিষ্টি বিক্রি।নেই মিষ্টির বিক্রি তাই মাথায় হাত পড়েছে মিষ্টি ব্যবসায়ীদের । মিষ্টির দোকানে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন মিষ্টি যেমন রসগোল্লা, কানসাট ছানার জিলেপি, সন্দেশ এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি। ক্রেতাদের দেখা নেই তাই কপালে চিন্তায় ভাজ পড়ছে মিষ্টি ব্যবসায়ীদের। প্রতিদিন মিষ্টি বানিয়ে মিষ্টি নষ্ট হচ্ছে। […]

Continue Reading