খুশির খবর মালদার বাসিন্দাদের ! আগামী অক্টোবরে খুলে যেতে পারে রথবাড়ি আন্ডার পাস
দেবু সিংহ,মালদা: খুশির খবর জেলাবাসীর কাছে। আগামী অক্টোবরে খুলে যেতে পারে রথবাড়ি আন্ডার পাস। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। আগামী জুলাই মাসে রেলক্রসিংয়ের রাস্তা খুলে দেওয়া হতে পারে। ফলে আর উড়ালপুলের ওপর দিয়ে ঘুরে যাওয়ার প্রয়োজন পড়বে না রেল লাইনের অপর প্রান্তের মানুষদের। যানজটও হবে না বলে জানিয়েছে রেল দপ্তর। যানজট এড়াতে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় […]
Continue Reading