সংগ্রহশালা বিশবাঁও জলে ! ভিটেমাটি জবরদখল, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মদিনে এলেন না কোনো প্রশাসনিক কর্মকর্তা

মলয় দে নদীয়া :-কৃত্তিবাস ওঝা ,করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কালীকৃষ্ণ ভট্টাচার্য্যর মতন নদীয়ার শান্তিপুরের অপর এক জগদ্বিখ্যাত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। শান্তিপুরের হরিপুর এলাকাতেই পৈতৃক বাড়ি ছিল কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের। ১৮৮৭ সালের ২৬ জুন কালনার পাতিলপাড়ায় মামারবাড়িতে জন্ম হয় তাঁর। হরিপুর গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করতে-করতেই বারো বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান কলকাতায়। পরে এক সময়ে […]

Continue Reading