তহমিনা বেওয়াকে ৭০ কিলোমিটার দূর থেকে এসে সহযোগিতা করলো ‘পরিবর্তন’

দেবু সিংহ, মালদাঃ-সংবাদ মধ্যেমে খবর প্রকাশিত হওয়ার পরেই সাহায্য পেল তহমিনা বেওয়া (৬০)। বৃহস্পতিবার বিভিন্ন ‌সংবাদ মাধ্যমে তার জীবন যন্ত্রনার কথা তুলে ধরা হয়।খবর দেখে ৭০ কিলোমিটার দূর মালদা থেকে এসে ‘পরিবর্তন’ নামে এক স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা তহমিনা বেওয়ার হাতে তিন মাসের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র তুলেদেন বলে জানা যায়। ‘পরিবর্তন’ স্বেচ্ছাসেবক সংস্থার সভাপতি […]

Continue Reading