গাজোলের কচুয়াটোলায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠান
দেুবু সিংহ,মালদা: গাজোলের কচুয়াটোলায় বুধবার রাত্রিতে হয়ে গেল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া সংঘের বার্ষিক অনুষ্ঠান । অনুষ্ঠানের শুরুতে করোনা বিধি মেনে ভক্তদের স্যানিটাইজার ও মাস্ক পরিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন এলাকার ভক্তরা জয়ডংকা পিটিয়ে একত্রিত হন অনুষ্ঠানে। চলে সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয় । শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া […]
Continue Reading