বন্যা দূর্গত এলাকায় পানীয় জলের হাহাকার শুরু

রায়গঞ্জঃ রায়গঞ্জের বন্যা প্লাবিত এলাকায় পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। রবিবার সকালেও বন্যা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষ্মণ নেই। বরং তা অবনতির দিকে যাচ্ছে। কারণ কুলিক নদীর জলস্রোত ক্রমশ বাড়ছে। কুলিক, মহানন্দা, শ্রীমতি, নাগর, গামারি, পিতানু, টাঙ্গন নদী প্রতি বর্ষায় জেলার বিস্তৃর্ন এলাকা ভাসায়। এবছর জুলাইয়ের প্রথম সপ্তাহে কুলিক নদী ফুঁসে ওঠায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত […]

Continue Reading

কুলিক নদীর বাঁধের স্লুইস গেট লিক করে জল ঢুকছে বসতি এলাকায়

রায়গঞ্জঃ বৃষ্টির জলে রায়গঞ্জ শহরের কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। রায়গঞ্জ পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশে শহরের অন্য এলাকার জল ঢুকে পড়ে প্লাবিত করেছে। পাশাপাশি কুলিক নদীবাঁধের স্লুইস গেট লিক করে নদীর জল ঢুকে পড়েছে শক্তিনগর, মিলনপাড়া এলাকায়। ফলে নদী বাঁধ সংলগ্ন এলাকাও প্লাবিত হয়েছে। নদীর জলে ডুবে গিয়েছে ঘরবাড়ি। পলিথিন টাঙিয়ে কুলিক […]

Continue Reading