বন্যা দূর্গত এলাকায় পানীয় জলের হাহাকার শুরু
রায়গঞ্জঃ রায়গঞ্জের বন্যা প্লাবিত এলাকায় পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। রবিবার সকালেও বন্যা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষ্মণ নেই। বরং তা অবনতির দিকে যাচ্ছে। কারণ কুলিক নদীর জলস্রোত ক্রমশ বাড়ছে। কুলিক, মহানন্দা, শ্রীমতি, নাগর, গামারি, পিতানু, টাঙ্গন নদী প্রতি বর্ষায় জেলার বিস্তৃর্ন এলাকা ভাসায়। এবছর জুলাইয়ের প্রথম সপ্তাহে কুলিক নদী ফুঁসে ওঠায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত […]
Continue Reading