টায়ার ফেটে রাস্তায় উল্টে গেল মাছের গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লক্ষাধিক টাকার মাছ
কাঁথিঃ টায়ার ফেটে কাঁথিতে উল্টে গেল দিঘা থেকে আসা লক্ষাধিক টাকার মাছ বোঝাই গাড়ি। ১১৬ বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথির নিকটবর্তী জালালখাঁবাড় এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়েছে সামুদ্রিক মাছ। সৌভাগ্য বসত এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়রা শুরু করেছে মাছ উদ্ধারের কাজ।
Continue Reading