শীতের মরসুমে ডুয়ার্সের সৌন্দর্য, মনোরম প্রাকৃতিক পরিবেশের গড়-দীঘিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: শীত পড়তেই গড়দীঘি পর্যটন কেন্দ্রে উপচে পড়লো পর্যটকদের ভিড়। উল্লেখ্য, প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গড়দীঘি পর্যটনকেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। এই বছরও শীতের মরশুমে অন্যথা হলোনা। উল্লেখ্য প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে গৌড় দীঘির পাশেই রয়েছে, বিরাট জলাশয়। প্রত্যেক বছর বছরের এই সময়টায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে জলাশয়ে। […]
Continue Reading