দীঘায় মাঝ সমুদ্রে মৎসজীবীরা উদ্ধার করলো বন্যপ্রাণী
দীঘা,পূর্ব মেদিনীপুর: বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনে কার্যত জনশূন্য সৈকত নগরী দীঘা। এরই মধ্যে ‘সর্বমঙ্গলা’ নামের একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে ফেরার পথে মৎসজীবীরা এক বনশুয়োরকে ডুবে যেতে দেখে। তৎক্ষণাৎ মৎস্যজীবি টলার থামিয়ে বনোশূয়রটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। যা দেখার জন্য রীতিমতো হইচই পড়ে যায়। বুনো শুয়োরের খবর দেওয়া হয় […]
Continue Reading