ভরা গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন নাবালিকা
দেবু সিংহ, মালদা: ভরা গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন নাবালিকা। একজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় বাকি দুজনের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চরসুজাপুর শক্তি মণ্ডল পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জানা গিয়েছে মৃত দের নাম শ্রীপর্না রজক(১১), কোয়েল রজক (১০)। পূর্ণিমা রজক কে উদ্ধার করা হয়েছে। এদিন […]
Continue Reading