মদ্যপ অবস্থায় নৌকায় সফর ! নৌকা ডুবে মৃত এক, আহত তিন
দেবু সিংহ,মালদা: মদ্যপ অবস্থায় নৌকায় সফর। নৌকা ডুবে মৃত এক, আহত তিন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। মৃত যুবকের নাম সঞ্জিত সোরেন (২৫)। তিনি হবিবপুরের মিনাডাঙার বাসিন্দা বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙা থেকে যাত্রাডাঙায় আসেন সঞ্জিত […]
Continue Reading