হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “এন আর সি” এবং “সি এ বি” র বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

মলয় দে নদীয়া:-হরিণঘাটা বিধানসভার বিধায়ক নীলিমা নাগ মল্লিক ও তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি চঞ্চল দেবনাথ নেতৃত্বে গতকাল সন্ধ্যায় নগরউখড়া বাজার গাইঘাটার মোড় থেকে ফতেপুর পঞ্চায়েত দেলা মোর পর্যন্ত সুদীর্ঘ ৭ কিলোমিটার পথ অতিক্রান্ত করেন । হরিণঘাটা ব্লকের যুব, ছাত্র, মহিলা সংখ্যালঘু সেল সহ বিভিন্ন গন সংগঠনের কর্মী-সমর্থকরা। পাঁচ সহস্রাধিক একসাথে উচ্চারিত এনআরসি এবং ক্যাবের বিরোধিতার […]

Continue Reading